গাজীপুর; টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় অগ্নিকা-ের ঘটনায় আহত হোসেন আহমেদ রাসেল (২৬) নামের আরো এক শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানম-ির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রাসেল সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামের হাসান আলীর ছেলে।
গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, এ নিয়ে টাম্পাকো দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো ১১ জন। গত ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে গ্যাস সঞ্চালন লাইনে অগ্নিবিস্ফোরণের ঘটনায় টাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয়। দুর্ঘটনার ১২তম দিনে আজো ওই কারখানায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর কর্মীরা। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার দিন গুরুতর দগ্ধ অবস্থায় হোসেন আহমেদকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আর তাঁর জ্ঞান ফেরেনি। রাসেলের শরীরের ৭০ শতাংশের বেশি দগ্ধ হয়েছিল। গত রাতেই স্বজনরা তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। এ সময় তাঁর বাবার হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।