“২৫ বছর পরে”
————————খায়রুননেসা রিমি
তোমার স্মৃতির বোঝা বড্ড বেশী ভারী।
আমি ক্লান্ত, পরিশ্রান্ত।
২৫ বছর অলিতে,গলিতে,
মাঠে ময়দানে খুঁজে ফিরেছি তোমার অস্তিত্ব।
কোথাও পাইনি তোমায় শুভংকর।
স্মৃতির ভারে অনেকটাই কুঁজো হয়ে গেছি আমি।
তবুও তুমি এলেনা।
দিনশেষে একদিন ঠিক পেয়ে গেলাম তোমায়।
অনেকটা না পাওয়ার মতো করে।
শুভংকর,তোমার স্মৃতিব্যাগ নিয়ে আমায় অবমুক্ত করো।
আমি একটু সোজা হয়ে দাঁড়াতে চাই,
বুকভরে নিতে চাই ভালোবাসার বিশুদ্ধ অক্সিজেন।
শুভংকর,তুমি কি আমার অক্সিজেন হবে?
২৫ বছরের লম্বা পথে পাইনি কোনো বিশুদ্ধ অক্সিজেন।
অক্সিজেন সিলিন্ডার তো তোমার কাছেই গচ্ছিত ছিলো।
তুমিও দাওনি ফিরিয়ে,আমিও চাইনি নিতে।
কষ্ট হয়েছে খুব,দম বন্ধ হয়ে আসছিলো,তাও তোমায় বলিনি।
দিনশেষে আজ না হয় তুমি অক্সিজেন হলে।
তোমার বিশুদ্ধ অক্সিজেনে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই।
সেই ২৫ বছর আগের মতো।
শুভংকর তুৃমি কি আমার অক্সিজেন হবে?