জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
দায়িত্বশীল সূত্র জানায়, নিজ নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামী শেখ হাসিনা ও সু চি বৈঠকে আন্তরিকভাবে কথা বলেছেন।
কানাডা সফর শেষে রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা। আগামী বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য দেবেন তিনি।
নিউইয়র্কে প্রথম কর্মসূচিতে সোমবার জাতিসংঘের সদর দপ্তরে উদ্বাস্তু ও অভিবাসনের ওপর সাধারণ পরিষদের প্ল্যানারি বৈঠকে ভাষণ দেন শেখ হাসিনা। এরপর সু চির সঙ্গে বৈঠক হয় শেখ হাসিনার।