শুক্রবার পবিত্র হজ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

44111_f2
গ্রাম বাংলা ডেস্ক: পবিত্র হজের ৫ দিনের আনুষ্ঠানিকতার প্রথম পর্ব শুরু হচ্ছে আজ। সারাবিশ্ব থেকে সৌদি আরবে যেসব হজযাত্রী সমবেত হয়েছেন তারা আজ পবিত্র মিনা’য় গিয়ে জড়ো হবেন। আগামীকাল শুক্রবার হজের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা। এদিন প্রায় ৩০ লাখ হজযাত্রী ঐতিহাসিক আরাফাতের ময়দানে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনি তুলবেন। এই দিনটিকেই হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে ধরা হয়। এই আরাফাতের ময়দানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানে আগামীকাল সারাদিন হজযাত্রীরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন। সাদা ইহরাম বাঁধা অবস্থায় লাখ লাখ হজযাত্রীর পদচারণায় আরাফাতের ময়দান পরিণত হবে এক শুভ্রতার সমুদ্রে। লাব্বায়েক আল্লাহুম্মা ধ্বনিতে প্রকম্পিত হবে আরাফাতের ময়দান। হজযাত্রীদের যাতে কোন কষ্ট না হয় সে জন্য সৌদি আরব সরকার নিয়েছে বিশেষ ব্যবস্থা। অত্যধিক গরম সহনীয় করতে বাষ্পাকারে পানি ছিটানোর ব্যবস্থা থাকছে। মক্কা নগরীতে নিয়োজিত করা হয়েছে নারী সহ ১৫ হাজার কর্মী। তারা হজের আগে ও পরে পবিত্র মসজিদে হজযাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবেন। পবিত্র মক্কার গভর্নর প্রিন্স মিশাল বিন আবদুল্লাহ বলেছেন, আল্লাহর অতিথিদের প্রয়োজনীয় যে কোন সেনা দিতে তারা প্রস্তুত রয়েছেন, যাতে হজযাত্রীরা সহজে ও নিরাপত্তার সঙ্গে হজব্রত পালন করতে পারেন। পবিত্র দুই মসজিদের প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আল সাউদাইস সেওদি প্রেস এজেন্সিকে এক বিবৃতিতে বলেছেন, পবিত্র নগরীতে বিভিন্ন মসজিদে নিয়োগ করা হয়েছে ৮ জন ইমাম। এর মধ্যে রয়েছে মিনায় মসজিদ আল-খাইফ, মসজিদ আল হুজ্জাজ আল বার, আরাফাতের মসজিদ আল নামিরা, মসজিদ আল মুজদালিফা। পাশাপাশি নিয়োগ দেয়া হয়েছে নতুন ৮ জন মুয়াজ্জিন। মক্কার মেয়র ওসামা আল বার বলেছেন, তারা সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছেন। হজযাত্রীদের বিভিন্ন রকম সেবা দিতে নিয়োগ করা হয়েছে ২৩ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী। এর মধ্যে রয়েছেন ১৪ হাজার ক্লিনার। তারা সব রাস্তা ও তার আশপাশ পরিষ্কার রাখতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ৭৫০ কর্মী মক্কা নগরীর রাস্তাগুলো পরিষ্কার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *