গ্রাম বাংলা ডেস্ক:মহানবী ও হজ নিয়ে কটুক্তির দায়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো ৫টি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশের বিভিন্নস্থানে পৃথকভাবে মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে দুই মামলায় আগামী ১৬ নভেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
চাঁদপুরে ২ মামলা : ১৬ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে চাঁদপুরের আদালতে দায়েরকৃত পৃথক দুটি মামলায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আগামী ১৬ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশরুর সালেকীন-এর আদালতে আজ দুপুরে মামলা দু’টি দায়ের করা হয়।
ইসলামিক ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক এ এইচ এম আহসান উল্যা মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাড. সেলিম আকবর জানান, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র হজ্জ সম্পর্কে মন্ত্রী লতিফ সিদ্দিকী বিতর্কিত যেই মন্তব্য করেছেন তাতে কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
অপর মামলার বাদী চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেস এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে ইকরাম হোসাইন হামিদ। তিনিও একই ধারায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে আদালতে পৃথক মামলা দায়ের করেন।
এই মামলার বাদী অ্যাড. আব্দুল জলিল বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীকে ১৬ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
কুমিল্লায় মামলা
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা
গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে পবিত্র হজ্ব, মহানবী (সাঃ), তাবলীগ জামায়াত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় টাংগাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী’র বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া (চাঁন্দপুর) গ্রামের মৃত মীর্জা গিয়াস উদ্দিন আহম্মেদের ছেলে মীর্জা ফসিহউদ্দিন আহম্মেদ ওরফে শাহীন মীর্জা। ওই মামলাটি আমলে নিয়ে কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক শফিকুল ইসলাম।
বাদী পক্ষে মামলার শুনানি করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইউসুফ আলীসহ অন্যান্যরা।
জামালপুরে মামলা
জামালপুর সংবাদদাতা
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার মামলা আমলে নেয়ার আদালক ক অঞ্চলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শেখ সলিমুল্লাহ নামে এক ব্যক্তি ওই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিস্কৃতি হাগিদক আগামী ২৩ অক্টোবর এ মামলার শুনানীর দিন ধার্য্য করেছেন।
উল্লেখ্য, গত রাববার নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজ্ব, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে নানা মন্তব্য করেন। তাঁর বক্তব্যের ভিডিও কিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশের বেসরকারি টিভি চ্যানেল ও সংবাদপত্রে এটি প্রচারিত ও প্রকাশিত হয়। আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্যে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বরগুনায় মামলা
বরগুনা সংবাদদাতা
পবিত্র হজ, মহানবী (স:), তাবলিগ জামাত, প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এবং গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য করায় আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বরগুনার পাথরঘাটায় মামলা দায়ের করা হয়েছে। বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল ইসলাম তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ মামলা দায়ের করা হয়।
বাদির আইনজীবি সামসুদ্দিন সানু ও পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এপিপি জাবির হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদি চরদুয়ানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল ইসলাম জানান, পবিত্র হজ, মহানবী (স:), তাবলিগ জামাত, প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এবং গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য করেন আবদুল লতিফ সিদ্দিকী। এ ঘটনায় পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মামলা দায়ের করা হয়েছে।
বাদির আইনজীবি সামসুদ্দিন সানু জানান, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন মোল্লাকে মামলার তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া মামলা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সমাজ কল্যান সম্পাদক আমিনুল ইসলাম শাহিন বাদি হয়ে সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (সদর) আদালতে এই মামলাটি দায়ের করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজাম মুনীরা আদালতে ২০০ ধারায় বাদী পক্ষের আইনজীবির বক্তব্য শুনেন। পরে তিনি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, আবদুল লতিফ সিদ্দিকী নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে টাঙ্গাইল সমিতির অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে সারা বিশ্বের ধর্মপ্রান মুসলমানদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত করে বক্তব্য দেন। পবিত্র ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের ৪র্থ স্তম্ব পবিত্র হজ্ব, পবিত্র কোরআন শরীফ ও ইসলাম ধর্মের মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তিসহ মুসলিম উন্মাহর ধর্ম বিশ্বাসের ওপর প্রচন্ড আঘাত করেছেন বলে বাদী এজাহারে অভিযোগ করেন। মামলায় পাঁচ জনকে স্বাক্ষী করা হয়েছে । এজাহারে ঘটনার বিষয়ে দৈনিক মানবজমিন, দৈনিক ইনকিলাব ও আমাদের সময়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রন্কিস মিডিয়ার সংবাদের বিবরন তুলে ধরা হয়।
বাদীপক্ষের আইনজীবি আলী আজম চৌধুরী, মামলার সত্যতা নিশ্চিত করে জানান,ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনার অভিযোগে দন্ডবিধি ২৯৫ (ক) ধারায় এ মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী আমিনুল ইসলাম শাহিন বলেন,পবিত্র হজ্জ, পবিত্র কোরআন শরীফ ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি করায় তিনি এ মামলা দায়ের করেন।