গ্রাম বাংলা ডেস্ক: ইসলামের মৌলিক স্তম্ভ হজ ও মহানবী (স.) সম্পর্কে কটুক্তিকারি ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজত আমীর মুরতাদ ঘোষনার পর আবার আন্দোলন ও মিছিলে উত্তাল শুরু হাটহাজারীসহ সারা দেশ। হেফাজতের হাটহাজারী পৌরসভা সভাপতি মীর ইদরিস জানান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে ইসলাম বিদ্বেসীদের আস্ফালনে আর যেন কেউ সাহস না পায় সে জন্য সারা দেশের ন্যায় আমরা ঈমানী শক্তিতে ঐক্যবদ্ধভাবে হাটহাজারীতে আন্দোলন চালিয়ে যাব। আজ জুমাবারের বিক্ষোভ মিছিল হবে স্মরণকালের আরো একটি বড় মিছিল।
হেফাজতের ১৩ দফা দাবিতে আন্দোলনের সময় ৫মে শাপলা চত্বর ঘটনার পরদিন ৬ মে হাটহাজারীতে পুলিশের গুলিতে ছয়জন নিহত হওয়ার পর হেফাজতের কেন্দ্রিয় কার্যালয় হাটহাজারী ছিল অনেকটা নিরব। হেফাজত আমীর লতিফ সিদ্দিকীকে মুরতাদ ঘোষনার পর হাটহাজারীর তৌহিদী জনতার আন্দোলন এখন আবার উজ্জীবিত হয়ে উঠেছে।
লতিফ সিদ্দিকীর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ঘোষনা করে হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়েজি বলেন, আজকের বিক্ষোভ মিছিল শেষ নয় আরো বৃহত্তর কর্মসুচির প্রয়োজন হলে তার জন্য আমরা প্রস্তুত আছি ।
আজ বাদ জুমা হেফাজতের কেন্দ্রিয় কার্যালয় হাটহাজারী মাদরাসার সম্মুখ হতে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা জানান হেফাজতের দায়িত্বশীল নেতারা। এর পুর্বে ডাক বাংলো চত্বরে সমাবেশে কেন্দ্রিয় নেতারা বক্তব্য রাখবে বলে সূত্র জানায়।