ঢাকা; রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা এক শিশুকে তিন দিন রিমান্ড দিয়েছেন আদালত। জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর গত ১১ সেপ্টেম্বর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
আজ রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ সুপার আহসানুল হক শিশুটিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এরই প্রেক্ষিতে ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন এ আদেশ দেন। মামলার প্রাথমিক বিবরণ অনুযায়ী, ১০ সেপ্টেম্বর লালবাগ থানাধীন ২০৯/৫ লালবাগ রোডের পঞ্চম তলার ওই বাসায় আসামিরা ভাড়াটে হিসেবে অবস্থান করছিলেন। পুলিশ ওই বাসায় তল্লাশির সময় জঙ্গিরা পুলিশকে হত্যা করার জন্য গুলি চালায় ও ছুরিকাঘাত করে। সেখানে তানভির কাদেরী ওরফে জামশেদ ওরফে আবদুল করিম (৪০) নামের একজন মারা যান। এ ছাড়া ওই বাসা থেকে আটক তিন নারী জঙ্গি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরাও এই মামলার আসামি।