চুয়াডাঙ্গায় ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত রাকিব একটি হত্যামামলার আসামি। শনিবার রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ জানিয়েছেন। নিহত রাকিবুল ইসলাম রাকিব সদর উপজেলার আলোকদিয়া গ্রামের ইমান আলীর ছেলে। তিনি আলোকদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। চুয়াডাঙ্গা ভি জে স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলম সজীবকে অপহরণ করে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে করা মামলায় রাকিব ছিলেন প্রধান আসামি। মেজর মনির বলেন, গোবিন্দহুদা গ্রামের মাঠে ‘একদল দুর্বৃত্তের গোপন বৈঠকের খবর পেয়ে’ র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। দুর্বৃত্তরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী নিহত ব্যক্তিকে ‘রাকিব মেম্বার’ হিসেবে শনাক্ত করে বলে এই র্যাব কর্মকর্তা উল্লেখ করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ওদুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।