পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬

Slider টপ নিউজ

file-1

 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একটি মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জনেরও বেশি। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা এ ঘটনা নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা।
খবরে বলা হয়, আজ জুম্মার নামাজের সময় পায়ি খান গ্রামে ঘটে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা। কেন্দ্রীয় সরকারশাসিত মোহমন্দ উপজাতীয় এলাকায় অবস্থিত এই গ্রামটি। আফগান সীমান্তে অবস্থিত এই এলাকায় দীর্ঘদিন ধরেই পাকিস্তান সেনাবাহিনী তালেবানের পাকিস্তানি অংশের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। মোহমন্দ এজেন্সির যুগ্ম প্রশাসক নাভিদ আকবর রয়টার্সকে বলেন, ‘জনাকীর্ণ মসজিদে হামলাকারী প্রবেশ করে। ‘আল্লাহু আকবর’ বলে সে চিৎকার করে ওঠে এবং এরপরই বিশাল বিস্ফোরণ ঘটে।’ শওকত খান নামে আরেক কর্মকর্তা জানান, এই ঘটনায় আহতের সংখ্যা কমপক্ষে ২৪ জন। তবে অন্য একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, জুম্মার নামাজের প্রস্তুতি চলছিল। তখনই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬ জন মুসল্লী নিহত হয়েছেন এবং ৩৫ জনেরও বেশি আহত হয়েছেন। কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই হামলার দায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে এই অঞ্চলে তালেবানের পাকিস্তান অংশ নিয়মিত বোমা হামলা চালিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *