অবিলম্বে নির্বাচন চায় বিএনপি

Slider রাজনীতি

31607_b34

 

ঢাকা: অবিলম্বে নির্বাচন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন অব্যাহত আছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, যেসব দল গণতন্ত্রে বিশ্বাস করে তারা একমত হয়ে স্বৈরশাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করবে। তিনি গতকাল বিকালে ঠাকুরগাঁও কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির বিভিন্ন
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করেন।
এর আগে বুধবার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় হরিপুর উচ্চ বিদ্যালয়ে ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে গণতন্ত্রতো নয়, মানুষের জীবনেরও নিরাপত্তা নেই। এ থেকে পরিত্রাণে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে সংগঠিত করতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে এই অপশক্তিকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ মনে করে তারা ছাড়া আর কেউ নেই। এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখন এই স্লোগানে স্লোগান। আর কেউ কথা বলতে পারবে না। এগুলো করতে গিয়ে তারা রক্ষী বাহিনী তৈরি করেছে। যারা সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে হত্যা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *