নগরের হালিশহর থেকে আসা মঞ্জুরুল ইসলাম জানান, ‘গতকাল কোরবানি নিয়ে ব্যস্ত ছিলাম। তাই আজ স্ত্রী এবং ছেলেকে নিয়ে ঘুরতে চলে এলাম। চিড়িয়াখানা ঘুরে এখন ফয়’স লেকে ঢুকলাম। ভালোই লাগছে এখানে।’ ফয়’স লেকের ওয়াটার ওয়ার্ল্ডে তিন বন্ধুসহ এসেছেন কলেজছাত্র রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে বন্ধুরা মিলে ওয়াটার ওয়ার্ল্ডে চলে এলাম। এখানকার লেকে নৌকায় ঘুরব বলে।’
ফয়’স লেক কর্তৃপক্ষ শিশুদের জন্য ম্যাজিক শো এবং ওয়াটার ওয়ার্ল্ডে দিনভর ডিজে শো এর আয়োজন করেছে। জানতে চাইলে পার্কের উপ-মহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘আজ বুধবার লোকজন বেশ আসছে। আশা করি কাল-পরশু আরও বাড়বে। আমরা দর্শনার্থীদের জন্য বিভিন্ন আয়োজনও রেখেছি।’
একইভাবে নগরের চিড়িয়াখানায়ও বুধবার সকাল থেকে লোকজনের ভিড় ছিল লক্ষণীয়। চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেন, এই কয়েক দিন ছুটির কারণে লোকজন কিছুটা বেড়েছে। রংপুর থেকে আনা নতুন সিংহ দেখার আগ্রহ অনেকের মধ্যে বেশি দেখা যাচ্ছে। পতেঙ্গা সমুদ্র সৈকতে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের ভিড়। তবে দুপুরের পর ওই এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মূল সৈকতের বাইরে নেভাল সৈকতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
পরিবার নিয়ে পতেঙ্গা সৈকতে বেড়াতে আসা নগরের পাঁচলাইশের বাসিন্দা সাব্বির রহমান বলেন, ‘ঈদ শহরেই করি। আজ বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে এখানে চলে এলাম। ভালোই লাগছে।’