মালয়েশিয়া: মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের উদ্যোগে আজ মঙ্গলবার কুয়ালালামপুরে তাঁর বাসভবনে প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ায় গতকাল ঈদ উদ্যাপিত হয়। প্রাণবন্ত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলে। পুনর্মিলনে হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তারা সপরিবার উপস্থিত ছিলেন। তাঁরা ছাড়াও কুয়ালালামপুরের বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্য যারা যোগ দেন তাঁরা হলেন; ব্যবসায়ী অহীদুর রহমান, মুক্তিযোদ্ধা শওকত হোসেন, ব্যবসায়ী নেতা রাশেদ বাদল, এস এম রহমান, বশির আহমেদ, আহমেদুল কবির, শাহিন সরদার, আবদুল করিম, এ কামাল চৌধুরী, মামুনুর রশীদ, হুমায়ূন কবির, আবদুল বাতেন, শাহ আলম হাওলাদার ও আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের কোরবানির মাংস, রোস্ট, বিরিয়ানি, সেমাই, ফিরনি, হালুয়াসহ বিভিন্ন বাঙালি খাবার দিয়ে আপ্যায়িত করা হয়।