কোরবানীর ছড়া
————–প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত
কোরবানীর ঈদ আল্লাহর নামে পশু দেই কোরবান
নিজের মাঝের পশুত্বেরও হউক অবসান।
ঈদের এমন শুভ দিনে খুশির সীমা নাই
ঈদের খুশির আমেজেতে মেতেছে দেশটাই।
ঈদ মানে আনন্দ আর ধনী গরীব ভোলা নতুন পোশাক
মস্ত খাবার হৃদয়ে দেয় দোলা।
পোলাও গোসত কোর্মা ফিরনি খাইগো সবাই
ঈদে ভোগী নয়রে ত্যাগী যে হই হইগো সাদাসিদে।
কোরবানীর এই ঈদে সবার এইতো শিক্ষা চাই
লোভ লালসা খারাপ কিছুর চাই বলিদান চাই।
সকল মানুষ মিলেমিশে থাকব হয়ে ভাই
হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম নাই ভেদাভেদ নাই।
এমনি করে সারাটা কাল যদি থাকা যেত
সুন্দর পৃথীবির মানুষ কেউ ব্যাথা না পেত।
পরিশেষে ঈদের দিনে ঈদ মোবারক
ভাই সুখী সুন্দর জীবন আর সুখী বিশ্ব চাই।