সৌদি আরব করেসপন্ডেন্ট
রিয়াদ: হযরত মোহাম্মদ (সা.) হজ, তাবলীগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি কার্যকরের জন্য সরকারের কাছে তিনটি শর্ত প্রস্তাব করেছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
মঙ্গলবার রাতে রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাথায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বাংলাদেশ সরকারের কাছে তারা এ দাবি জানানো হয় ।
শর্তগুলো হলোঃ ১. ফাঁসীতে ঝুলিয়ে অথবা জনসম্মুখে ফায়ার করে মৃত্যু নিশ্চিত করা, ২. তাকে মন্ত্রী সভা এবং আওয়ামীলীগের সকল পদ থেকে অব্যাহতি দিয়ে বিচারের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দেয়া এবং ৩. তসলিমা নাসরিনের মতো দেশান্তরিত করা।
অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুল হালিম নিহনের পরিচালনায় সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল বশির এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উদ্ভোধনী বক্তব্য রাখেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক মোহাম্মদ আল-আমীন ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অনলাইন অ্যাক্টিভিস্ট মামুনুর রশিদ, ইমাম হোসেন ইমু, সোহরাব হোসেন লিটন, মাহজারুল ইসলাম সিমুল, সাইফুল অপূর্ব, আপেল মাহমুদ, প্রিন্স আহম্মেদ, জাহাঙ্গীর আলম হৃদয়, পারভেজ মারুফ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শুধু মন্ত্রীর পদ থেকে বাদ বা ক্ষমা চেয়ে নিলে হবে না, আব্দুল লতিফ সিদ্দিকী রাসুল (স:), হজ, তাবলীগ জামাত নিয়ে যে কটূক্তি করেছে তা বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা ধর্মপ্রাণ মোসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে।
তিনি ইসলাম ধর্মকে অপমানিত করেছেন উল্লেখ করে বক্তারা বলেন,এই ধরনের ব্যক্তিকে শরীয়ত অনুযায়ী যে শাস্তি দেয়া হয় তাকে (লতিফ সিদ্দিকী) তাই দিতে হবে। যাতে পুনরায় ইসলাম ধর্মকে নিয়ে অন্তত বাংলাদেশ থেকে এমন কটূক্তি করার সাহস কোনো ব্যক্তি না পায়।
—