“বৃত্তের বাইরে”
———–খায়রুননেসা রিমি
তোমার অবলুপ্ত ভালোবাসা
আজও আমায় তাড়া করে।
তোমার দূর্ব্যবহারের করাত
আমায় ফালি ফালি করে দিচ্ছে।
কোরবানীর গরুর মতো বলী হচ্ছি আমি,
তোমারই চোখের সামনে।
আমার চোখ থেকে বয়ে চলা
রক্ত স্রোত দেখে তুমি উল্লসিত।
আমায় দাহ করা আগুনে
পরম নিশ্চিন্তে ধরাও তুমি সিগারেট।
কতোটা রুক্ষ হলে মানুষ এতোটা পারে!
তবে কি তুমি মানুষ নও?
নাকি আমি ই কষ্টে কষ্টে
নষ্ট হওয়া পরিত্যক্ত পাথর।
যেটা অনাদরে পথের মাঝে
পড়ে থেকে বাধার সৃষ্টি করে।
অবজ্ঞাভরে কেউ তা ছু্ঁড়ে মারে
বৃত্তের বাইরে।