ঢাকা: লন্ডনজুড়ে পুলিশ কর্মকর্তাদের নতুন ‘অস্ত্র’ হিসেবে দেয়া হচ্ছে ভিডিও ক্যামেরা। এক বছরব্যাপী একটি পাইলট প্রকল্পের আওতায় জরুরি কোন কলে সাড়া দেয়ার ক্ষেত্রে ভিডিও ক্যামেরাটি সঙ্গে নিতে পারবেন পুলিশ কর্মকর্তারা। পোশাকের ওপর ক্যামেরাটি পরিধান করতে হবে।
প্রাথমিকভাবে ৫০০টি ভিডিও ক্যামেরা নিয়মিত তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হবে। লন্ডনের মোট ৩২টি বরো বা প্রশাসনিক এলাকার মধ্যে ১০টি বরোতে এ কার্যক্রম চলবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে ভিডিও ক্যামেরার কার্যকারিতা যাচাই করে দেখার পর এ সিদ্ধান্ত নিলো লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ।
ক্যামেরাগুলো অপরাধের বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের জন্যও ঢাল হিসেবে ব্যবহৃত হবে। পুলিশের সঙ্গে কোন সহিংস, অশালীন বা অশোভন আচরণ করার ব্যাপারে সতর্ক হবে সাধারণ মানুষও।