গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় জমি সংক্রান্ত বিরুদের জের ধরে মুক্তিপনের নাটক সাজিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় স্কুল ছাত্র সজিব কে । এই ঘটনায় অপহরণের পরে সজিবের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ।
জানা যায় গতকাল সকালের নাস্তা করে খেলা করার চলে বাড়ির পাশে পেয়রা গাছে খেলা করছিলেন স্কুল দ্বিতীয় শ্রেণীর ছাত্র সজিব পরে বিকালে সম্ভাব্যস্থানে অনেক খোঁজাখুজির পরে কোথাও না পেয়ে সজিবের বাবা গাজীপুর সদর থানায় ৭জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন । পরে বিকাল ২.৩০ মিনিটে অজ্ঞাত স্থান থেকে সজিবের মায়ের মোবাইলে একটি ফোন আসে ঐ ফোনে সজিবের মা কে বলা হয় যে তোমার ছেলে কে পাইতে হলে ৫ লক্ষ টাকা মুক্তিপন দিতে হবে বলে ফোন কেটে দেয় । ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় মুক্তিপনের টাকা না পেয়ে বাঁশের ঝাড়ে ভিতরে নিয়ে একটি কাঁঠাল গাছের নিচে শুয়ে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করে ইজ্জত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সজিব । তার হাতে পায়ের রগ কেটে দিয়ে শিবির স্টাইলে হত্যা করেন । সজিবের বাবা জসিম উদ্দিন জানান আমার ছেলেকে আমার সাথে জমি সংক্রান্ত বিরুদের জের থাকা শত্রুরা একা পেয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যান তার পর এই হত্যা কান্ড ঘটায় । তিনি আরো বলেন মুক্তিপনের জন্য আমার ছেলে কে হত্যা করে নাই । আমার সাথে জমি জমার বিরোধ থাকা শত্রুরা আমার কলিজার টুকরা সজিব কে হত্যা করেন । আমি এই হত্যাকারীদের ফাঁসি চাই আমার মত আর যেন কারো বাবার কাঁদে সন্তানের লাশ বহন না করতে হয় । এই ব্যাপরে হোতা পাড়া পুলিশ ফাঁড়ির ইনচাজ এস,আই নাজমুল হক জানান আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন মেডিক্যাল কলেজ হসপিটালের মর্গে পাঠাইছি। এবং আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে।