ঢাকা: সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিঃ জেঃ (অব;) আ স ম হান্নান শাহ’র অবস্থার অবনতি হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে।
শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম এক প্রেসবিজ্ঞপ্তিতে গ্রামবাংলানিউজকে ওই সংবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হান্নান শাহর রোগ মুক্তি কামনায় দোয়া করার জন্য দল ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।