টঙ্গীর বিস্ফোরণে ৪টি জাতীয় মহসড়কে যানজট

Slider সারাদেশ

1d5337f59c555499f93ad0564dab716c-04

 

 

টঙ্গী;  টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলস নামের প্যাকেজিং কারখানার বয়লার বিস্ফোরণে ঘুরমুখো মানুষের যাতাযাতে কৃত্রিম বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক যানজটকে আরো জটিল হচ্ছে । টঙ্গীতে বড় ধরণের আগুন নিয়ন্ত্রনে শত শত জুরুরী যানবাহন যাতায়াত করায় ৪টি জাতীয় মহাসড়কে যানজট আরো তীব্র হচ্ছে।

অনুসন্ধান করে জানা যায়, ঢাকার উত্তর সীমানায় গাজীপুরের টঙ্গী। টঙ্গীতে প্রবেশ পথে ঢাকার আব্দুুল্লাহপুর টার্নিং পয়েন্ট। আর টঙ্গীর ষ্টেশন রোড থেকে পূর্ব দিকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট বাইপাস।   টঙ্গী হয়ে যেতে হয় ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা চট্রাগ্রাম-সিলেট মহাসড়ক হয়ে। এ ছাড়া আব্দুুল্লাহপুর থেকে উত্তর বঙ্গের সকল যানবাহনকে আশুলিয়া-সাভার হয়ে গাজীপুরের চন্দ্র ত্রিমোড় অতিক্রম করতে হয়।  টঙ্গীতে ভয়াবহ অগ্নিকান্ডের ফলে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে ব্যবহৃত গাড়ির যাতায়াতেও সমস্যা হয়েছে। আগুন নিয়ন্ত্রনের কাজে নিয়োজিত গাড়ি গুলো বিকল্প পথ ব্যবহার করতে পারায় দ্রুত ঘটনাস্থলে যেতে পেরেছে। তবে জরুরী কাজে ব্যবহৃত গাড়ির মধ্যে অনেক গাড়ি মহাসড়ক হয়ে আসতে হয়েছে। কিন্তু সাধারণ যানবাহন মহাসড়কে আটকে থাকায় টঙ্গীতে অগ্নিনির্বাপনেও বিঘ্ন ঘটেছে। ফলে ঘরমুখো যাত্রীদের বহনকারী যানবাহন যানজটে আটকে পড়ার সময় টঙ্গীর দূর্ঘটনা যানজটকে আরো জটিল করে তুলেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ৪টি জাতীয় মহাসড়কে সীমাহীন  যানজটের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *