ঢাকা; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া ঘাটে। ফেরি পার হতে ঘাট এলাকায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে যানবাহন গুলোকে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। ঘাট ছাড়িয়ে যানবাহনের লম্বা লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়ে গেছে। বিআইডব্লিউটিসি বলছে, রুটে ১৮টি ফেরির মধ্যে মধ্যে ১৫টি ফেরি সচল থাকলেও দৌলতদিয়া প্রান্তে প্রবল স্রোতে ঘাটে সমস্যার কারণে স্বাভাবিক ভাবে ফেরি ভিড়তে পারেছ না। সেখানে চারটি ঘাটের মুধ্যে দুটি সচল রয়েছে। বাকি দুটি ঘাট দিয়ে সীমিত আকারে ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে শনিবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ায় ঘাটে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। শতশত যাত্রীবাহী বাস,ট্রাক ও হাজার হাজার মানুষ ঘাটে অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছেন।