প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে: বাংলাদেশের কৃষকদের কাছে ভাদ্র মাসটি বেশ গুরুত্ত্ববহ। এ মাসকে কৃষকের আমন ধানের চারা রোপণের মৌসুম হিসেবে অভিহিত করা হয়। কৃষকমাত্রই চান ভাদ্র মাসের মধ্যেই আমন ধানের চারা রোপণ শেষ করতে। কিন্তু এ মৌসুমে পিরোজপুরের ভান্ডারিয়ায় দুই বার পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকদের কৃষি কাজের অগ্রগতি অনেকটা ব্যাহত হয়েছে। সংগত কারনে কৃষকদের খুব ব্যস্ত সময় পার করতে হচ্ছে । সবার মধ্যেই চলছে এই মৌসুমের ভিতরেই তাদের আমন ধানের চারা রোপণের কাজটি শেষ করার ব্যস্ততা। ভান্ডারিয়ার বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে জানা যায় মধ্য ও নিম্নবৃত্ত কৃষকদের মধ্যে যারা অধিক জমিতে কৃষি কাজ করে থাকেন তাদের মধ্যে অনেক কৃষকই সঠিক সময়ের মধ্যে তাদের আমন ধানের চারা রোপণের কাজটি শেষ করতে পারবেন না। বেশ কিছুদিন বিলম্ব হতে পারে। প্রধান কারণ হিসেবে যেটা জানা যায় তা হল শ্রমিকের মহা সংকট এবং শ্রমিকের মজুরি অত্যধিক । মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির কয়েকজন কৃষকের কাছে শ্রমিক সংকট ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে তারা জানায় এবারে প্রাকৃতিক দুর্যোগের ফলে হালচাষ সহ নানা কাজে বিলম্ব হওয়ায় সময় সংকটে পড়ে যায় কৃষকরা। এতে করে সমাজে কিছু উচ্চবৃত্ত কৃষক সঠিক সময়ের মধ্যেই তাদের আমন ধানের চারা রোপণের জন্য প্রচুর শ্রমিকের ব্যবহার সহ শ্রমিকের মজুরি বাড়িয়ে দেয়, এর ফলে আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কৃষকদের শ্রমিক নিতে হিমশিম খেতে হচ্ছে।