ঝালকাঠি থেকে প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত : ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানকে উদ্দীপনা পুরুস্কার ও সনদ বিতরন উপলক্ষে ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, অধ্যক্ষ মাওলানা মো. ওবায়েদুল হক অদুদ, প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ প্রমূখ।
২০১৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ উপজেলায় ভাল ফলাফল অজর্নকারী ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে সেকায়েপ‘র অর্থায়নে এক লক্ষ টাকার করে চেক ও প্রতিষ্ঠানের কৃতিত্ব সনদ প্রদান করা হয়।
পুরস্কার ও সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যথাক্রমে কাঁঠালিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয় ও সোনাউটা ফাজিল মাদ্রাসা।