গ্রাম বাংলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের শাস্তি কমিয়ে আট বছর থেকে পাঁচ বছর করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রাইব্যুনাল আজ সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট লিগ তথা বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে চট্টগ্রাম ও মিরপুরের উইকেটে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে বিসিবির নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনাল ৮ বছরের জন্য দেশের সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আশরাফুলকে।
গত বছরের ১৩ মে থেকে নিষিদ্ধ হয়ে আছেন আশরাফুল। গত ১৯ জানুয়ারি থেকে চূড়ান্ত শুনানি শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি তার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এরপর গত ৮ জুন জানানো হয়েছিল বিস্তারিত রায়।
আপিল করার সুযোগ থাকায় গত জুলাইয়ে আশরাফুল বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধানের বরাবর আবেদন করেন।
২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুলকে ৮ বছর এবং ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যানেজিং ডিরেক্টর শিহাব চৌধুরীকে ১০ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ট্রাইব্যুনাল।
সংপ্তি রায়ের পর এক যৌথ বিবৃতিতে হতাশা ও বিস্ময় প্রকাশ করেছিল আইসিসি ও বিসিবি। আপিলের সুযোগ নিয়ে আবেদন করায় আট বছর থেকে তার নিষেধাজ্ঞা কমিয়ে পাঁচ বছর করল ট্রাইব্যুনাল।