ঢাকা; সাভারে ভবন মালিক ও পোশাক কারখানার মালিকের দ্বন্দ্বের জের ধরে একটি পোশাক কারখানার ভেতরে তিন শতাধিক শ্রমিককে আটকে রেখে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে এক ভবন মালিক।
সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় চৌরুঙ্গী মার্কেটের এ্যাডন নিট ওয়ার লিমিটেড গার্মেন্টে ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা এসে তালা ভেঙে শ্রকিদের উদ্ধার করে। শ্রমিকরা জানান, চৌরুঙ্গী মার্কেটের এ্যাডন নীট ওয়ার গার্মেন্টের তিন শতাধিক শ্রমিক জুলাই মাসের হাফ ও আগস্ট মাসের ফুল বেতনের দাবিতে সকালে তিন শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে এ্যাডন গার্মেন্টস এর মালিক রেজাউল করিমের সঙ্গে ভবন মালিকের ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চৌরুঙ্গী সুপার মার্কেটের মালিক আবুল হোসেন কারখানার দুটি মূলফটকে শ্রমিকদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এসময় শ্রমিকরা প্রায় এক ঘন্টা কারখানার ভিতরে তালাবদ্ধ অবস্থায় থাকে। পরে শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার মূলফটকের তালা ভেঙে শ্রমিকদের উদ্ধার করে। এসময় ভিতরে তালা বন্ধ থাকায় কয়েকজন শ্রমিক আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করে। এদিকে সাভার ও আশুলিয়ায় সব পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দিয়ে ছুটি ঘোষণা করলেও এ্যাডন গার্মেন্টের মালিক রেজাউল করিম শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস না দিয়ে গাঢাকা দিয়েছেন। মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা। পরিবারের সাথে বাড়িতে গিয়ে ঈদ করা তাদের অনিশিচত হয়ে পড়েছে। এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এস আই মিজানুর রহমান বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য আমরা মালিকপক্ষের সাথে আলোচনা করে যাচ্ছি। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই পোশাক কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।