মো:আলীআজগর পিরু: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি‘র) প্রো-উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন।
মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় আইনের ১৪(১) ধারা অনুযায়ী পূর্বের মেয়াদ উত্তীর্ণের পর প্রো-উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য জনস্বার্থে এ নিয়োগ প্রদান করেছেন। ইতোপূর্বে ২৩ সেপ্টেম্বর, ২০১২ সালে প্রো-উপাচার্য হিসেবে তিনি এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
প্রফেসর ড. মোকাদ্দেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও নাজুকতা অধ্যয়ন ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর মোকাদ্দেম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ এম এস এস এবং জনসংখ্যা বিষয়ে এম এস এস ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি নিউজিল্যান্ড এর ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন।