প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, ঝালকাঠি থেকে : ঝালকাঠি জেলার ঝালকাঠি সদরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের মূলফটকে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১০ টায় আদালতে প্রবেশ নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৪/৫ জন যুবক অনুমতি ছাড়াই মূলফটক দিয়ে আদালতের ভেতরে প্রবেশ করতে চায়। দায়িত্বপ্রাপ্ত পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে পুলিশের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে জেলা ও দায়রা জজের বডিগার্ড পুলিশ সদস্য মো. ইব্রাহিমের ওপর হামলা চালায় তারা। হামলাকারীরা পুলিশ সদস্যকে মারধর করে এবং সাথে থাকা রিভলবার ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। দ্রুততম সময়ের মধ্যে কোট পুলিশের একটি দল হামলাকারী সুমন খন্দকার ও ইব্রাহিম নামে দুই যুবককে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ আহত পুলিশ সদস্য ইব্রাহিম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেছেন।