ঢাকা: বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে বার বার নাক গলানো নিয়ে ঢাকার তীব্র প্রতিবাদ স্বত্ত্বেও একই কাজ করে যাচ্ছে পাকিস্তান। যুদ্ধপরাধের অভিযোগে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামাত নেতা মির কাসেম আলির ফাঁসির নিন্দা জানিয়ে বুধবার সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট।
রেডিও পাকিস্তানের এক রিপোর্টে বলা হয়, পার্লামেন্টে প্রস্তাবটি উত্থাপন করেন শের আকবর খান। এতে বলা হয়, জামাত নেতাদের ফাঁসি ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত তৃপক্ষীয় চুক্তির পরিপন্থী। প্রস্তাবে, ‘বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে দন্ড দেয়ার ইস্যুটি আন্তর্জাতিক সকল ফোরামে গুরুত্বের সঙ্গে উত্থাপন করার দাবি জানানো হয় সরকারের প্রতি।’
উল্লেখ্য, যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল। এর প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার সামিনা মেহতাবকে ৪ঠা সেপ্টেম্বর তলব করে তীব্র প্রতিবাদ জানায়।