ঢাকা: ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় স্থানীয় আল-কায়েদার ১৩ সদস্য নিহত হয়েছে। এমন দাবি করেছ মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ২৪শে আগস্ট থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত চালানো হয় এসব হামলা। ইয়েমেনের মধ্যাঞ্চলের শাবওয়াহ প্রশাসনিক এলাকায় এসব হামলা চালানো হয়। বিবিসির খবরে বলা হয়, কীভাবে ওই হামলাগুলো পরিচালনা করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। হামলায় নিহতদের পরিচয়ও জানানো হয়নি ওই বিবৃতিতে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) মধ্যপ্রাচ্যসহ যুক্তরাষ্ট্র ও এর বাইরের দেশগুলোর জন্যও বড় ধরনের হুমকি। কেন্দ্রীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়, ‘ইয়েমেনে একিউএপির ওপর হামলা এই সন্ত্রাসী নেটওয়ার্কটিকে চাপে রাখবে এবং যুক্তরাষ্ট্রের ব্যক্তি, যুক্তরাষ্ট্র বা মিত্রশক্তির বিরুদ্ধে হামলার ছক আঁকা বা বাস্তবায়নকে প্রতিহত করবে।’ উল্লেখ্য, ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া প্রায় ২৫ লাখ মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। দেশটিতে চলমান এই গৃহযুদ্ধের সুযোগ নিয়েই স্থানীয় আল-কায়েদা বিভিন্ন এলাকা দখল করে নেয়ার চেষ্টা করে চলেছে।