ঢাকা: সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর যেন বিচার হয় তার জন্য আইন তৈরীর কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুর হক। বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত যুদ্ধাপরাধ করেছে সেটার কিছু প্রমাণ আছে। তার উপর নির্ভর করে তদন্তও করা হয়েছে। এখন জামায়াতের বিচার করার জন্য আইন থাকতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান আমাদের যে সংবিধান উপহার দিয়েছেন। তাতে স্পষ্ট লেখা আছে কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতে পারবে না। যখন এই সংবিধান তৈরী হয়েছে তখন জামায়াতের অস্তিত্ব ছিল না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আবারও বলি জামায়াতকে নিষিদ্ধ করবেন কি না করবেন সেটা আদালতের বিষয়। আমি এতোটুকু বলতে পারি আমার কাজ জামায়াতের যেন বিচার হয় সেই আইনটা করে দেয়া। আইন তৈরীর কাজ চলছে। এটা এখন মন্ত্রিপরিষদে রয়েছে। পাস হলে দেখা যাবে।