ঢাকা: পাটুরিয়ার ফেরিঘাটে ভাঙন ও ঢাকার পথে গরুর ট্রাকের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। মঙ্গলবার গভীর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ হতে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে গাড়ি চলছে থেমে থেমে।
টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এরশাদুল হক গণমাধ্যমকে জানান, পাটুরিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে ঢাকা আসছে। এছাড়া কোরবানির মৌসুমে উত্তরবঙ্গ থেকে গরু ভর্তি অনেক ট্রাক ঢাকার দিকে আসছে। এই জন্য রাত থেকে এ সড়কের ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ রয়েছে। বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ঢাকার দিকে তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। তবে ওই পুরিশ কর্মকর্তা জানান, পরিস্থিতিনিয়ন্ত্রণে আনতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করছে।