শারমিন সরকার
ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস : শ্রীপুরের তেলিহাটি ইউপি উপনির্বাচনে ৮০৬ ভোট বেশী পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বাতেন সরকার নির্বাচিত। তিনি স্থানীয় সাংসদ এ্যাড.রহমত আলীর আশিবাদপুষ্ট হয়ে নিবাচনে অংশ গ্রহন করেন।
বিজয়ী প্রার্থী চশমা প্রতীকে তিনি পেয়েছেন ১০হাজার ৯শ ৭২ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ সরকার তারা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১ শ ৬৬ ভোট।
সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীপুর উপজেলা নিবাহী অফিসার সাদেকুল ইসলাম এই ফলাফল ঘোষনা করেন।
গাজীপুর জেলা নির্বাচন অফিসার হাসানোজ্জামান জানান, শ্রীপুর উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলে। শান্তিপূর্ন ভোট গ্রহনের জন্য ১৬ জন ম্যাজিস্ট্রেট, ৯২০জন পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি কাজ করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তেলিহাটি উপ-নির্বাচনে মোট ভোটার ৩৪হাজার ৬১৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭হাজার ৩৭০জন। নারী ভোটার ১৭হাজার ২৪০জন।
শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আঃ জলিল নির্বাচন করে বিজয়ী হওয়ায় ইউপি চেয়ারম্যান পদটি শুন্য হয়। শুন্য পদে ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও নির্বাচন কমিশন তা স্থগিত করে। স্থগিত হওয়া তেলিহাটি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।