গ্রাম বাংলা ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার রায়ের পর ১৬ জনের মৃত্যু হয়েছে। জয়ললিতার প্রতি অগাধ ভালোবাসার কারণে আদালতের এ রায় মেনে নিতে পারেননি তারা।
ছয়জন নিজের জীবন উৎসর্গ করেছেন তার জন্য। আর বাকি ১০ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে আছেন আরো দুজন।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ সোমবার এ খবর জানিয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের দায়ে ব্যাঙ্গালুরুর একটি আদালত শনিবার এআইএডিএমকের (অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম) প্রধান জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড ও একশ’ কোটি রুপি জরিমানা করেন।