ঢাকা; উত্তাল পদ্মায় ঢেউয়ের ধাক্কায় ডুবে যাওয়া স্পিডবোটের যাত্রী একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী নুসরাত জাহান এ্যানীর খোঁজ মেলেনি। নিখোঁজ শিক্ষার্থী মাদারীপুর জেলার শিবচর পৌর এলাকার ব্যবসায়ী রউফ মাস্টার এর মেয়ে।
সোমবার সকাল ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে আসা একটি স্পিডবোট মাঝ পদ্মায় ডুবে গেলে নুসরাতসহ আরো তিনজন যাত্রী নিখোঁজ হন বলে অন্য যাত্রীরা জানান। তবে অন্যদের কোন পরিচয় এখনো পাওয়া যায়নি। এদিকে নুসরাতের খোঁজে মঙ্গলবার সকাল থেকে তার স্বজনেরা স্পিডবোট নিয়ে পদ্মা নদীর ভাটিতে গিয়ে খোঁজাখুজি চালাচ্ছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোন সন্ধান পায়নি তার পরিবার। বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টা দিকে ঢেউয়ের ধাক্কায় মাঝ পদ্মায় প্রায় একই সময়ে দুটি বোট ডুবে যায়। বোট দুটিতে ১৮জন করে যাত্রী ছিল। ডুবে যাওয়া যাত্রীদের ট্রলার ও স্পিডবোট নিয়ে নদী থেকে উদ্ধার করা হয়। তবে তিনজন যাত্রী উদ্ধার হতে পারেনি বলে অন্যযাত্রীরা জানান। এর মধ্যে শিবচর পৌর এলাকার ব্যবসায়ী শিউলী জেনারেল স্টোর এর মালিক রউফ মাস্টার এর কন্যা এমবিএর শিক্ষার্থী নুসরাত জাহান এ্যানিকে উদ্ধার করা যায়নি। তিনি এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজের মৃতদেহের খোঁজে তার স্বজনেরা মঙ্গলবার সকাল থেকেই পদ্মা নদীর বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজ যাত্রী এ্যানিরফুফাত ভাই জুয়েল আহমেদ জানান, শিবচর পৌর বাজারের শিউলী স্টোরের সত্ত্বাধিকারীর কন্যা আইরিন নাহার এ্যানি এখনোনিখোঁজ রয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ‘উত্তাল পদ্মায় ঢেউয়ের ধাক্কায় দুটি বোট উল্টে যায়। এ ঘটনায় এক যাত্রী নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি।