শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

74544_cec rokib

শারমিন সরকার

ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস : স্থগিত হওয়া শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে।

গাজীপুর জেলা নির্বাচন অফিসার হাসানোজ্জামান জানান, শ্রীপুর উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলবে। শান্তিপূর্ন ভোট গ্রহনের জন্য ১৬ জন ম্যাজিস্ট্রেট, ৯২০জন পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি কাজ করবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তেলিহাটি উপ-নির্বাচনে মোট ভোটার ৩৪হাজার ৬১৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭হাজার ৩৭০জন। নারী ভোটার ১৭হাজার ২৪০জন। শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আঃ জলিল  নির্বাচন করে বিজয়ী হওয়ায় ইউপি চেয়ারম্যান পদটি শুন্য হয়। শুন্য পদে ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও নির্বাচন কমিশন তা স্থগিত করে। স্থগিত হওয়া তেলিহাটি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহন হচ্ছে।

তেলিহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদ শুন্য হওয়ার কারণে শুধু চেয়ারম্যান পদেই ভোট গ্রহন হচ্ছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন স্থানীয় সাংসদ এ্যাড.রহমত আলী সমর্থিত আঃ বাতেন সরকার(প্রতীক চশমা) ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এ্যড. ফরিদ আহমেদ(প্রতীক তালা)।

স্থানীয়রা বলছেন, বিএনপির নেতা-কর্মীরা ইতিমধ্যে দুই প্রার্থীর হয়ে নির্বাচনে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *