গাজীপুরে একদিনে তিনটি অগ্নিকান্ড এক শ্রমিকের মৃত্যু

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

73508_adalot shaja logo
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুরে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি শিল্প প্রতিষ্ঠানে পৃথক তিনিট অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন এক শ্রমিক।

নিহত শ্রমিকের নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি  কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার মেগা ইয়ার্ন ডাইং কারখানার গোডাউনে অপারেটর পদে চাকুরি করতেন। তার বাড়ি টঙ্গীর মন্নুনগর এলাকায়। লাশটি সন্ধ্যার পর গাজীপুর সদর হাসপাতাল মর্গে আনা হয়।

মহানগরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার রোববার সকালে মেগা ইয়ার্ন ডাইং কারখানার গোডাউনে এক অগ্নিকান্ডের ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের হেডকোয়াটারের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ইসলাম ওই শ্রমিক মৃত্যু খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৩টার দিকে ওই কারখানার চার তলার সুতার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা পুরো ফ্লোরের ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, সাভারের ইপিজেড, ধামরাইসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। এর পর চলে ড্যাম্পিংয়ের কাজ। আগুনে কারখানার গুদামে থাকা বেশ কিছু সুতা ও কাপড় পুড়ে যায়।

গাজীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক  ডা: আব্দুল্লাহ আল মামুন জানান, ধোঁয়া জনিত সমস্যায় কারণে শ্বাসকষ্টে আনোয়ার হোসেনের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে বিকাল পৌনে ৫টার দিকে সদর উপজেলা হোতপাড়া এলাকায় বালিয়া মার্কেটের এতটি তেলের দোকানে আগুন লাগে। এতে মার্কেটের বেশ কয়েকটি দোকান পুঁড়ে যায়।

রাত পৌনে ৯টায় গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার বাংলাবাজারে কালিয়া প্যাকেজিং নামক প্রতিষ্ঠানের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের তিনিট ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *