সিরাজগঞ্জ: কাজিপুর উপজেলা থেকে মা ও ২ মেয়েসহ ৪ নারী জেএমবি সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত আড়াইটার দিকে পশ্চিম বড়ইতলী এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এদের হেফাজত থেকে বেশ কিছু জিহাদি বই ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো ওই গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা বেগম (৪৫), তার ২ মেয়ে শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং প্রতিবেশী রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া খাতুন (৩৫)।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, ওই গ্রামের ফরিদুল ইসলামের বাড়িতে বৈঠক চলাকালে ৪ নারী জেএমবি সদস্যকে আটক করা হয়। ফরিদুল জেএমবির উচ্চপর্যায়ের একজন সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতরা নিজেদের জেএমবি নারী সুইসাইড গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। তারা হাইকমান্ডের ডাকের অপেক্ষায় ছিল। ডাক পেলেই তারা অপারেশনে চলে যেত। আটককৃতদের পুলিশ সুপার কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় ডিবির এস আই ইয়াসিন আরাফাত বাদী হয়ে মামলা করেছেন। বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।