নাটোর: লালপুর উপজেলার ১০ ইউনিয়নে একটি করে কমিউনিটি অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে জেলা প্রশাসক খলিলুর রহমান উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ১০ ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। লালপুর উপজেলা অফিস সূত্রে জানা যায়, স্বাস্থ্য সেবার জরুরী অবস্থা মোকাবেলা করার লক্ষ্যে এলজিএসপি-২, স্থানীয় সরকার বিভাগ থেকে এই অ্যাম্বুলেন্স তৈরীর অর্থায়ন করা হয়েছে। ১০ জন গ্রাম পুলিশকে ড্রাইভিং ট্রেনিং দেওয়া হয়েছে। তারা এই অ্যাম্বুলেন্স চালাবেন। তাদের প্রত্যেককে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সের গায়েও ওই মোবাইল নম্বর লেখা থাকবে। প্রসূতি ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে উপজেলার সব শ্রেণীর মানুষ ওই এ্যাম্বুলেন্সের সেবা পাবেন। উপজেলার ১০ ইউনিয়নের যে কোন স্থান থেকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছতে মাত্র ৫০ টাকা দিতে হবে সেবাগ্রহণকারীদের। অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণের কাজে এই অর্থ ব্যয় করা হবে। বক্তারা এ্যাম্বুলেন্স সংরক্ষণে যতœবান হওয়ার ও তা চিকিৎসা সেবার কাজে লাগানোর জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আজমেরী বেগম, আড়বাব ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী ও ডা: প্রবীর কুমার প্রামাণিক। এছাড়া উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি আবু ওবায়েদ, সকল ইউপি চেয়ারম্যানগণ, সরকারী কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকসহ সর্বস্তরে।