গ্রাম বাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চারুকলা অনুষদের এই ইউনিটে পাশের হার মাত্র ৩.১০ শতাংশ। ফেল করেছে ৯৬.৯০ শতাংশ শিক্ষার্থী। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। গত ১৩ সেপ্টেম্বর শনিবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তিচ্ছু মোট ৮ হাজার ৯৮৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৭ হাজার ২৯২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৩৫টি আসনের বিপরীতে মাত্র ২২৬ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৬৪ জন। বাতিল হয়েছে দুটি উত্তরপত্র। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) জানা যাবে।
ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী এবং অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন।