ঝালকাঠি জেলার সকল স্কুল কলেজে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত  

Slider গ্রাম বাংলা
14182182_301351253554647_1907985019_n
প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত ঝালকাঠি থেকে:  ঝালকাঠি জেলার স্কুল কলেজ সমূহে অনুষ্ঠিত হয়ে গেল জঙ্গিবাদ বিরোধী সভা,সমাবেশ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষামন্ত্রনালয়ের এ মহতী উদ্যোগে ঝালকাঠি জেলার স্কুল কলেজগুলো স্বত:স্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে জঙ্গিবাদকে একযোগে ” না ” বলল।জঙ্গিবাদ বিরোধী এ সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো বুঝিয়ে দিল বাংলার মাটিতে জঙ্গিবাদের কোন স্থান নেই।ঝালকাঠি জেলার সকল প্রতিষ্ঠানের ন্যায় ঐতিহ্যবাহী রাজাপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ রাজাপুর ” জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা অটুট থাক ” এই শ্লোগানকে সামনে রেখে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করে।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কলেজের পরিচালনা পরিষদের সদস্য পূর্বরাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ চুন্নু, গ্রাম বাংলা নিউজের জেলা প্রতিনিধি ও অত্র কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বাংলা বিভাগের অধ্যাপক অনিল কৃষ্ণ সানা, আইসিটি বিষয়ের অধ্যাপক রাবেয়া বেগম, ব্যবস্থাপণা বিষয়ের অধ্যাপক নাহিদা সুলতানা, অধ্যাপক মানবেন্দ্র মালী, অধ্যাপক মরিয়ম আক্তার, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী যথাক্রমে রাকিবুল হাসান, মো: মাহফুজ, মো: তরিকুল, তানিয়া জাহান জুই, আসমা, সোহানা, কাকলি, নাঈম, শাহাদাত, আঁখি, আয়েশা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও আজকের অনুষ্ঠানের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই।এ অশুভ শক্তিকে রুখে দিতে হবে। এটাকে সমূলে বিনষ্ট করতে হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্ব স্তরের সচেতন সুধীকে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসতে হবে। শিক্ষা মন্ত্রনালয় তথা বাংলাদেশ সরকারের জঙ্গিবাদ বিরোধী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জঙ্গিবাদ বিরোধী অভিযান সময়ের এক কার্যকর পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *