আন্তর্জাতিক ডেস্ক; তিন তিনবার চেষ্টা করেও ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই হাত গুটিয়ে নিয়েছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদকের খোঁজে একটি উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারি দল গঠন করেছে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে গঠিত এই দলে আরও রয়েছেন এডিজি (সিআইডি) রাজেশ কুমার এবং সিআইডির আইজি (২) জাভেদ শামিম। ২০০৪ সালের ২৫শে মার্চ শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন থেকে চুরি গিয়েছিল নোবেল পদক সহ বেশ কিছু সামগ্রী। ঘটনার তদন্তে নেমে ব্যর্থ হয়ে সিবিআই হাত গুটিয়ে নিয়েছিল। গত ৫ আগস্টে বিশ্বভারতীতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সুযোগ পেলে তারা নোবেল পদক খুঁজে বের করবেনই। সিবিআইয়ের হাত থেকে তদন্তের ভার সিআইডিকে দেবার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার জবাব না দিলেও মমতা আর অপেক্ষা না করেই নোবেল খুঁজে বের করার জন্য তদন্ত দল গঠন করে কাজ শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, রাজীব কুমার যখন সিআইডির দায়িত্বে ছিলেন তখন তিনি বেশ কিছু সুত্র পেয়েছিলেন বলে দাবি করা হয়েছে।