জনগণ গণতন্ত্র ও স্বাধীনতা চায় — ডা. মাজহার

Slider বিনোদন ও মিডিয়া

13906728_673437736148429_3716091222730806022_n
দেশনায়ক তারেক রহমান এর ৯ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে গাজীপুর শহরে জেলা জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেন, দেশে থেকে আজ গণতন্ত্র নির্বাসিত। শহীদ জিয়ার পরিবার চরম নির্যাতনের শিকার। উপরন্তু, শহীদ জিয়ার স্বাধীনতার পদক কেড়ে নেয়ার কথা বলে দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নামে মিথ্যা মামলা জনগণ মানবে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছে। তারেক রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আজ কুখ্যাত এক এগারর কুশীলব ফখরুদ্দিন-মইনউদ্দিন জনঘৃনিত চরিত্রের প্রতীক। আর তারেক রহমানের অবস্থান কোটি জনতার হৃদয়ের মণিকোঠায়। বর্তমান আমলের শ্বাসরুদ্ধ শাসন আগামীদিনের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।

গাজীপুর জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক,বিএনপি নেতা আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদ নেতা মাফিকুর রহমান সেলিম, গাজীপুর মহানগর নেতা ইঞ্জিনিয়ার খন্দকার আজহারুল ইসলাম, আজহারুল ইসলাম মন্ডল, মাহবুব আলম মাস্টার,এডভোকেট মেহেদী হাসান, হালিম শিকদার, আবু সাদির শাওন, এমারত হোসেন মুসল্লি প্রমুখসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *