সারাদেশে সতর্ক পুলিশ। নিশ্ছিদ্র নিরাপত্তায় কারাগার এলাকা, বিজিবি মোতায়েন

Slider টপ নিউজ

কাশিম-পুর-কারাগারে-নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট, কাশিমপুর কারাগার ফটক থেকে: প্রস্তুতি বলছে আজ রাতেই যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর হচ্ছে। ফাঁসির রায় নির্বিঘ্ন করতে ইতোমধ্যে কারাগার এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে  পুলিশ সদর দপ্তর সারাদেশে পুলিশকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি। কারাগারে যাতায়াত সুশৃঙ্খল রাখতে কারাফটকের সামনের রাস্তার দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।

সন্ধ্যায় গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ কারাগারে গিয়েছিলেন। এ ছাড়া কারা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে আসছেন। কোন ফাঁসি কার্যকরের নিয়ম অনুসারে কারাগারে জলকামানও মোতায়েন করা হয়েছে।

তবে কাশিমপুর কারাগারে এই প্রথম কোন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হচ্ছে বিধায় বিগত সময়ের যে কোন ফাঁসির প্রস্তুতি থেকে আজকের প্রস্তুতি একটু বেশী।

জানা গেছে, কাসেম আলীর ফাঁসি হওয়ার পর তার মরদেহ গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চালায় দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *