গাজীপুর; ফাঁসি কার্যকরের অপেক্ষায় রাখা মীর কাসেম আলীর পরিবারকে আজ বিকেলে তলব করেছে কারাকর্তৃৃপক্ষ। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে অস্বীকৃতি জানানোর পর পরিবারকে কয়েদীর সঙ্গে দেখা করার তলব করায় মনে হচ্ছে আজ ফাঁসি কার্যকর হতে যাচ্ছে।
জানা যায়, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সঙ্গে দেখা করার জন্য তাঁর পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের দেখা করতে বলা হয়েছে।
সাজাপ্রাপ্ত মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন গনমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
এদিকে আজ সকাল থেকেই কাশিমপুর কারাগারের চারপাশে এবং বিশেষ করে কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে এবং সাদাপোশাকে কাজ করছে গোয়েন্দারা। কারা ফটকেও তল্লাশি করে নিয়মিত দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ৪০ নম্বর কনডেম সেলে রাখা হয়েছে মীর কাসেমকে।