গাজীপুরে পোষাক কারখানার আগুন নিয়ন্ত্রনে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

Gazipur_
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মহনগরীর কোনাবাড়ি শিল্পাঞ্চলের কাশিমপুর এলাকায় মেঘা ইয়ার নামে একটি পোষাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে এনেছে।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডে প্রাণহানীর কোন খবর পাওয়া যায় নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে জানান, প্রথমে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পর্যায়ক্রমে আরো ৬ ইউনিট যোগ দেয়। ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ৯তলা ভবনের প্রথমে তিন ও চার তলায় আগুন লাগে। পরে ভবনের সাইড দিয়ে আরো কয়েক তলায় আগুন ছড়িয়ে যায়। ফলে পুরো ভবনে আগুন লেগেছে বলে হৈ চৈ পড়ে যায়।

সূত্র বলছে, কাশিমপুর এলাকায় স্ট্যান্ডার্ট গার্মেন্টে ভয়াবহ অগ্নিকান্ডের পর স্বাভাবিকভাবে ওই এলাকায় বড় আগুনের আতঙ্ক বিরাজ করে। এই কারণে মেঘা ইয়ার গার্মেন্টের আগুন আতঙ্কে আশপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। সময়টা ভোররাত হওয়ায় রাস্তা ফাঁকা পেয়ে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

তবে ফায়ার সার্ভিস বা পুলিশ এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি।

কাশিমপুর এলাকার চক্রবর্তি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেন বলেছেন, আগুন নিয়ন্ত্রনে রয়েছে। তবে বিদ্যুতিক শক সার্কিট আগুন লাগার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *