বৃষ্টি: অচল দিল্লি, জন কেরির কর্মসূচি বাতিল, ফ্লাইট বিলম্বিত

Slider সারাবিশ্ব

29680_Delhi

নয়াদিল্লী:  ভারি বৃষ্টিতে অচল হয়ে পড়েছে দিল্লি। আজ বুধবার সকাল থেকেই এমন বৃষ্টিতে জনজীবন স্থবির। এমন অবস্থায় দিল্লিগামী ও দিল্লি থেকে বহির্গামী সব ফ্লাইট বিলম্বিত করা হয়েছে। বাতিল করা হয়েছে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পূর্ব নির্ধারিত কয়েকটি কর্মসূচি। কর্তৃপক্ষ লোকজনকে যতটা সম্ভব সড়কপথ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।  এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, গত সোমবার যেমন অবস্থা হয়েছিল, ঠিক একই রকম অবস্থা হয়েছে আজ বুধবারও। রাজধানী দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর) এলাকায় মারাত্মক যানজট দেখা দিয়েছে। দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ডজনেরও বেশি ফ্লাইট বিলম্বিত করা হয়েছে। কতগুলো ফ্লাইট গতিপথ পরিবর্তন করে পাঠিয়ে দেয়া হয়েছে জয়পুরে। স্থানীয় সময় সকাল ৯টায় সেখানে বিভিন্ন রাস্তায় হাঁটু সমান পানি জমে যায়। এ অবস্থার মধ্যে আজ বুধবার শিশগঞ্জ গুরুদ্বার, জামা মসজিদ ও গৌরী শঙ্কর মন্দির পরিদর্শনে যাওয়ার কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির। কিন্তু ভারি বৃষ্টির কারণে এ কর্মসূচি বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *