গ্রাম বাংলা ডেস্ক: সাদিয়া আফরিন, যেমন সুন্দরী তেমনি মিষ্টি চেহারার অধিকারী। দেশের বাড়ী পিরোজপুরে হলেও ৭ জুলাই বাগেরহাটে তার জন্ম। বাবার চাকুরীর সুবাদে ঢাকাতেই বেড়ে উঠা। সেই ছোট থেকেই পরিবারের সাথে ছবি দেখতেন আর মনে মনে ভাবতেন তিনিও একদিন অভিনেত্রী হবেন। ঠিক তার স্বপ্ন পুরন হতে চলেছে। ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজীতে অনার্স পাস করেছেন। ছাত্রী হয়েও শত ব্যস্ততার মধ্যে থেকে নিজেকে জড়িয়ে ফেলেছেন মিডিয়া অঙ্গনে। ২০১১ সালে বিনোদন বিচিত্রায় সেরা ফটোসুন্দরীর মধ্যে সাদিয়ার নামটিও ছিল। এরপর জিএম সৈকতের ধারাবাহিক নাটক যা চ্যানেল আইয়ে জনপ্রিয় ধারাবাহিক “চিত্রজগৎ” দিয়েই মিডিয়া অঙ্গনে প্রবেশ। হাটি হাটি পা পা করে অনেকটি পথ হেটে এসে তিনি আজ সুখ স্বপ্নে বিভোর। তার পথচলা খুব বেশি দিনের না হলেও এরই মধ্যে তিনি নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ইতিমধ্যে তিনি নজর কেড়েছেন আব্দুল্লা আকন্দ মানিক, আলি সুজন, অনির্বাণ জয়, আশিস রয় ও হাসান জাহাঙ্গীরসহ আরো কয়েকজন পরিচালকদের। এরই ধারাবাহিকতায় বদিউল আলম খোকন পরিচালিত “ডেয়ারিং লাভার” নামে একটি ছবিতে তিনি প্রথম অভিনয় করে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। এ ছবিতে নায়ক নায়িকা হিসেবে ছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস। “ডেয়ারিং লাভার” ছবিতে সাদিয়া তার গানের জন্য দর্শকদের ব্যাপক প্রসংশা পেয়েছেন। চলতি বছরের ১১ এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছে। মাত্র একটি গান দিয়ে নজর কাড়া সাদিয়া বর্তমানে কাজ করছেন পরিচালক খোকন রিজভির “ভালোবাসলে দোষ কি তাতে” ও শফিকুল ইসলাম খান পরিচালিত ‘অচেনা হৃদয়’ ছবিতে। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ডিপজলের সাভারের বাড়িতে “ভালোবাসলে দোষ কি তাতে” ছবির গানের শুটিং শেষ হয়েছে। ৫ আগস্ট শুটিং হওয়া এ গানে সাদিয়ার সাথে কো-আর্টিস্ট ছিলেন নায়ক আমিন খানের ছোট ভাই আরব খান এবং ২২ সেপ্টেম্বর উত্তরার মন্দিরা শুটিং বাড়িতে ‘অচেনা হৃদয়’ ছবির গানের সুটিংও শেষ হয়েছে। এ ছবিতে আরো আছেন ইমন, প্রসুন আজাদ, এ বি এম সুমন, শর্মিলী আহমেদ, সুব্রত, রেহানা জলি, টাইগার রবি প্রমুখ। সায়মন তারেকের গুন্ডামি ছবিতে করবেন সেন্ট্রাল ক্যারেক্টারে। ইতিমধ্যে তিনি বিভিন্ন নাটকেও অভিনয় করেছেন। এছাড়াও এই ঈদে সাত পর্বের ধারাবাহিক নাটক- নীরবে-নীভৃতে ও অত:পর বিয়ে।
আর একঘণ্টার নাটক-মন্ত্রী সাহেবের কাছের লোক। আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে- শর্টফিল্ম লাল বানু, এখানে আমি লাল বানু চরিত্রে অভিনয় করছি। সাদিয়া আফরিন- কমনসেন্স, নিশিকাব্য, অদৃশ্য শত্রু, বস, একটি লাভ স্টোরি, ধান্দা, রূপসী নাগিন, জোছনা করেছে আড়ি, ভেলকি চোরা, আপন ঘরে পরবাস, মাগো তোমার জন্য, আমি শিল্পী মানুষসহ বেশ কটি নাটকে ইতিমধ্যে অভিনয় করেছেন। এছাড়া তিনি একজন ভাল উপস্হাপক হিসেবেও পরিচিত। সম্প্রতি মডেল হয়েছেন গ্রিন লাইন কোচ সার্ভিসের যা খুব শীঘ্রই টিভিতে প্রচার হবে। এছাড়া তিনি ভ্যাট ও গ্রামীণ ফোনের বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। তিনি এখন ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার কাজ নিয়ে নিজের মনে বড় করে ছবি আঁকছেন। সাদিয়াকে ছোট পর্দা নাকি বড় পর্দা কোন জায়গায় অভিনয় করতে স্বাচ্ছন্দ বোধ করেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। অভিনয় দিয়েই দর্শকদের মন জয় করতে চাই। ছোট বড় দুই পর্দাতেই কাজ করতে ভাল লাগে। সাথে সাথে তিনি নাটক, মডেলিং, উপস্থাপনাতেও স্থান করে নিতে চান। সর্বোপরি তিনি অভিনয় জগতেই নিজেকে প্রতিষ্ঠিত করতে।