ফাঁসির জন্য প্রস্তুত কারাকর্তৃৃপক্ষ: ক্ষমা ভিক্ষার জন্য সময় চেয়েছেন কাশেম আলী

Slider জাতীয় টপ নিউজ সারাদেশ

29665_ali

 

গাজীপুর: কাশিমপুর কারাগারে বন্দি জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজের রায়ের কপি কাশিমপুর কারাগারে পৌঁছেছে। আজ সকালে এ রায় কাসেম আলীকে পড়ে শুনানো হয়েছে। রায় শুনার পর কাশেম আলী  রাষ্ট্রপতির নিকট ক্ষমা ভিক্ষার আবেদন করবেন কি না তার জন্য সময় চেয়েছেন  বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এরআগে  রাত পৌনে ১টার দিকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ডেপুটি জেলার লাবলু রহমানের নেতৃত্বে রায়ের কপি কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এর জেলার মো. নাশির আহমেদ জানান, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ডেপুটি জেলার লাবলু রহমানের নেতৃত্বে কড়া পুলিশ প্রহরায় রায়ের কপি কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। আজ সকালে যেকোন সময় তার রায় কারাগারের পার্ট-২ এর ৪০ নং কনডেম সেলে বন্দি কাসেম আলীকে পড়ে শোনানো হবে। রায় পড়ে শুনানো পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং তিনি মাননীয় রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করবেন কিনা তা জানতে চাওয়া হবে। মার্সি পিটিশন করতে রাজি হলে তার জন্য তিনি সময় পাবেন। ওই পিটিশন না করলে পরবর্তীতে ফাঁসি কার্যকরের ব্যবস্থা করা হবে। এ কারাগারে ফাঁসির জন্য জল্লাদসহ সকল  প্রস্তুতি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *