গ্রাম বাংলা ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করে জবরদস্তি সরকার দেশ পরিচালনার করছে।
দেশের বর্তমান সঙ্কটজনক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র চলছে। তিনি যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সকল দলের সঙ্গে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন।
শনিবার মোহাম্মদপুরের নিজ বাসভবনের নিচে অবস্থিত অডিটরিয়ামে আয়োজিত দলের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। সভায় দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, বেগম নাসরীন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, এ্যাডভোকেট হাসান আলী রেজা, মাওলানা সিদ্দিকুর রহমান, প্রিন্সিপাল আব্দুর রশীদ, নাজমা আক্তার, আব্দুস সাত্তার, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিব উন নবী সোহেল প্রমুখ বক্তৃতা করেন।
সরকারের জবরদস্তিমূলক শাসন পরিচালনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যত দ্রুত নির্বাচন হবে, ততই মঙ্গল। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা যেভাবেই হোক রা করতে হবে। তিনি সম্প্রতি ফিলিস্তিনে হামলারও নিন্দা জানিয়ে দ্রুত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতাদের উদ্যোগ গ্রহণের দাবি জানান। দলের নেতৃবৃন্দ অন্যান্য সমমনা রাজনৈতিক দলের সাথে কর্মসূচী ভিত্তিক ঐক্য গড়ে তোলার তাগিদ দেয়া হয়।
এছাড়া সভায় আগামী ১৫ নভেম্বর ভোট ডাকাতি দিবস, ২৪ ডিসেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনেরও সিদ্ধান্ত হয়। ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ উপনির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকার কাদের সিদ্দিকীকে ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে পরাজিত করে বলে দলটির অভিযোগ।