মীর কাশেম আলীর মানবতাবিরোধী অপরাধের রায় পূনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন খারিজের রায় প্রকাশিত হয়েছে। আজই সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশিত হয়েছে। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ গণমাধ্যমকে জানিয়েছেন, ২৯ পৃষ্ঠার রিভিউর রায় প্রকাশিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে তা ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেখান থেকে রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে যাবে। এর আগে আজ সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২রা নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দুটি অভিযোগে মীর কাসেমের ফাঁসি ও আটটি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদ- হয়। ওই বছরের ৩০শে নভেম্বর আপিল করেন মীর কাসেম আলী। চলতি বছরের ৮ই মার্চ আপিলের রায়ে একটি অভিযোগে ফাঁসি ও অন্য ছয়টি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদ- বহাল রাখেন আপিল বিভাগ। গত ৬ই জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তার পুনর্বিবেচনা চেয়ে ১৯শে জুন আবেদন করেন মীর কাসেম আলী।