পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ চূড়ান্ত করল বিধানসভা

Slider টপ নিউজ ফুলজান বিবির বাংলা সারাদেশ

file (1)

 

পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে। অবশ্য বিরোধীরা এই প্রস্তাবের বিরোধীতা করেছে। কংগ্রেস  বিধায়করা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট  করেছে। অন্যদিকে বামফ্রন্টের সংশোধনী খারিজ করে দেওয়া হয়েছে।  বিজেপি বিধায়করা জানিয়েছেন, নাম বদলের প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের সিলমোহর পড়তে দেবেন না তারা। সংখ্যাধিক্যের সুবাদে এদিন বিধানসভায় নাম বদলেল প্রস্তাব পাশ করাতে অবশ্য কোনো সমস্যা হয়নি সরকারের। পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার রাজ্যের নাম বদল সংক্রান্ত যে প্রস্তাব পাশ হয়েছে, তাতে বলা হয়েছে, বাংলা ভাষায় রাজ্যের নাম হবে ‘বাংলা’। হিন্দিতে হবে ‘বঙ্গাল’। ইংরেজিতে হবে ‘বেঙ্গল’। অবশ্য নাম বদলের প্রস্তাব নিয়ে বিরোধীরা প্রবল হৈচৈ করে বাধা দেবার চেষ্টা করলেও ভোটাভুটিতে স্বাভাবিক ভাবেই শাসক দলের আনা প্রস্তাবের পক্ষেই বেশি ভোট পড়েছে। রাজ্যের নাম বদলের প্রস্তাব বিধানসভায় পাশ হওয়ার পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বিরোধীদের তীব্র আক্রমণ করেন।  মুখ্যমন্ত্রী এদিনটিকে  রাজ্যের জন্য ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে বলেছেন, যারা নাম বদলের প্রস্তাবের বিরোধিতা করেছেন, তাদের জন্য আমার কোনো দুঃখ নেই। ইতিহাস তাদের ক্ষমা করবে না। রাজ্যের নাম বদল করে বিধানসভায় যে প্রস্তাব পাশ হয়েছে এবার তা পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। প্রস্তাবের পক্ষে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া গেলে তার কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধনী আকারে সংসদে পেশ করবে। সেটি সংসদের উভয় সভায় পাশ হলে ফের রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হবে। সেই স্বাক্ষর হওয়ার পরই রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে বদল হবে। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এ বার থেকে পশ্চিমবঙ্গ নয়, বাংলা নামটাই ব্যবহার করবেন তিনি। কেন্দ্র যাতে দ্রুত নাম বদলের প্রক্রিয়া শেষ করে, তার জন্যও তিনি কেœদ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। সাংবাদিক সম্মেলন শেষ করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেছেন বলেও জানা গিয়েছে। বামফ্রন্ট সরকারের আমলেও একবার বিধানসভায় রাজ্যের নাম বদলে বাংলা করার প্রস্তাব পাশ হয়েছিল। সেই প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *